সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশ আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই ডিবি পুলিশ কর্মকর্তা।
বৃহসপতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে বালুচর বাজারের বনিক সমিতির সভাপতি আমির হোসেন কসাইকে ধরতে গেলে আমির হোসেন কসাই নিজে এবং তার লোকজন ডিবি পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়। এ সময় ডিবি পুলিশের এ এস আই আব্দুল কাদের (৪০) ও কনস্টেবেল জাহিদুল ইসলাম (২০) আহত হয়। আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা আসামি আমির হোসেন কসাইকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় ডিবি পুলিশের দুই সদস্য আহত হন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, এক আসামিকে গ্রেপ্তারে গিয়েছিল তাদের একটি দল। সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। তবে পুলিশ আহত হওয়ার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন তিনি।