২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

নিজ এলাকায় বাগদী পাড়ার পূজা মণ্ডপে  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

মাগুরা প্রতিনিধি

নিজ এলাকা মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের বাগদীপাড়ার পূজা মন্ডপ ঘুরে গেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে সেখানে যান।  সেখানে তিনি বাগদীপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি বীরেন রায়সহ সকলের সাথে কথা বলে সামগ্রিক বিষয়ে খৌঁজ খবর নেন। তিনি সকল পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের জন্য স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। সেখানে তিনি মিষ্টি খান এবং আদিবাসীদের সাথে ফটোসেশানে অংশ নেন । সকলের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি স্থানীয় যানবাহণ ইঞ্জিনের ভ্যানে চড়ে নিজের পৈতৃক ভিটা চৌগাছী গ্রামে চলে যান। এর আগে তিনি এলাকাবাসীর সাথে স্থানীয় সাচিলাপুর বাজারের ঐতিহ্যবাহী নারদের চায়ের দোকানের দুধ চা খান।

তিনি আদিবাসীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা যাতে সুষ্ঠু,  সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

               

সর্বশেষ নিউজ