২৬, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

শ্রীনগরে ডিসির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। গত বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখেন ও সনাতন ধর্মাবম্বীদের খোঁজ খবর নেন এবং শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
জানা গেছে, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বালাশুর জমিদার যদুনাথ রায়ের বাড়িতে অবস্থিত মন্দির, শ্রীনগর সদরের অনন্তদেব মন্দির, হাঁসাড়া পালের বাড়ি পূজা মন্ডপ ঘুরে দেখেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন মুন্সী, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক স্বপন মোদক, শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা তোরন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খান, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্ত, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, হিন্দু নেতা সমর দত্ত, বলরাম বাহাদুর, হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

               

সর্বশেষ নিউজ