৩, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

‘বই পড়ে যুক্তি-তর্ক শুনে মুসলমান হয়েছি’

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান ধর্মনিরপেক্ষ পরিবারের অন্তর্ভুক্ত। তার বাবা সাইফ আলি খান একজন মুসলমান। মা অমৃতা সিং একজন হিন্দু। সারা তার পুরো নাম লেখেন সারা আলি খান। পদবি হিসেবে ‘সারা খান’ ব্যবহার করেন তিনি।

তবে বিয়ের পরে সারা খান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্ম পরিবর্তনের ব্যাপারে তাকে কেউ জোরাজুরি করেছে কিনা? এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন সারা আফরিন খান।

তিনি জানিয়েছেন, ধর্মান্তরের বিষয়টি একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে তাকে কেউ জোর করেননি।

তিনি বলেন, ‘সারা বিশ্বে আমার এমন অনেক বন্ধু রয়েছেন, যারা ধর্মে মুসলমান। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরেই আমি ইসলাম নিয়ে আলোচনা করেছি। ধর্ম পরিবর্তনের আগে বহু ধর্মগ্রন্থ পড়ে তারপর সিদ্ধান্ত নিয়েছি। মুসলমান হওয়ার আগে অনেক যুক্তিতর্ক শুনেছি। সব শুনে জেনে-বুঝে তারপর ইসলাম গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘আসলে ধর্মের ব্যাপারটা ভেতর থেকে আসে। এটা অনেকটা ডাক শোনার মতো। কেউ কেউ শুনতে পান। আমিও তেমনভাবেই ইসলামের ডাক শুনেছি। সেই কারণে ধর্ম বদল করে মুসলমান হয়েছি।’

সারা আফরিন খান বলেন, ‘এ ঘটনায় আমি একজনকে কৃতিত্ব দেব। তিনি হলেন আমার শ্বশুর। ধর্মান্তরের ব্যাপারে তিনি আমার পাশে ছিলেন।’

               

সর্বশেষ নিউজ