১৬, অক্টোবর, ২০২৪, বুধবার
     

লেবাননে হামলা হলে ইসরাইলেও হবে: হিজবুল্লাহর হুমকি

চলমান উত্তেজনার মধ্যে রোববার ড্রোন হামলা চালিয়ে ইসরাইলের চার সেনা সদস্যকে নিহত করেছে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। শুধু এ হামলা চালিয়েই থেমে নেই হিজবুল্লাহ। ইসরাইলকে নতুন করে হামলার হুমকি দিয়েছে সংগঠনটি।

ইসরাইলকে এক হুমকিতে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে আক্রমণ অব্যাহত থাকলে তারাও ইসরাইলে হামলা চালিয়ে যাবে। বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এমনটি।

এর আগে, হিজবুল্লাহ-ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে রোববার হিজবুল্লাহর হামলার পর দেশটির শহর খিয়ামের উপর ধোঁয়া ছড়িয়ে পড়ে। যা লেবাননের সীমান্তের কাছে মারজায়ুন থেকেও দেখা গেছে।

হামলার পর ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, হামলায় তাদের চার সৈন্য নিহত হয়েছে। যা গত ২৩ সেপ্টেম্বরের পর ইসরাইলের ঘাঁটিতে সবচেয়ে মারাত্মক হামলা। এই হামলাটি এমন সময় হয়েছে যখন ইসরাইল লেবাননে হিজবুল্লাহর উপর আক্রমণ বাড়িয়েছে।

               

সর্বশেষ নিউজ