২৫, ডিসেম্বর, ২০২৪, বুধবার
     

কাঁচা মরিচের কেজি ৬০০ টাকা!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কাঁচা মরিচ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিন দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ২৫০ টাকার বেশি বেড়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারের ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানান কাঁচা মরিচের কেজি ৬০০ টাকা।

কাঁচা মরিচ কিনতে বাজারে আসা ক্রেতারা দাম শুনে অবাক হচ্ছেন। লাগামহীন দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা সামান্য পরিমাণে কাঁচা মরিচ কিনছেন। অনেকে বাজার তালিকা থেকে কাঁচা মরিচকে বাদ দিচ্ছেন।

আবদুল আজিজ নামের এক ক্রেতা বলেন, আগের ২৫০ গ্রামের কম কাঁচা মরিচ কিনতাম না। দাম বেশি হওয়ার কারণে আজকে ৭০ গ্রাম কাঁচা মরিচ নিলাম।

শহিদুল ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, মাঝারি আকারের সাড়ে ছয় গণ্ডা (২৬টি) কাঁচা মরিচ ৩০ টাকা দিয়ে কিনলাম।

আনিসুর রহমান নামের এক ক্রেতা বলেন, কাঁচা মরিচের দাম যেহেতু অনেক বেশি এখন কাঁচামরিচ না খেয়ে শুকনা মরিচ খাব। দাম কমলে তখন না হয় কাঁচা মরিচ খাওয়া যাবে।

খুচরা বিক্রেতা সফিয়ার ও কামরুল বলেন, বেশি দামে কাঁচা মরিচ কিনতে হয়েছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

আড়তদার জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা বিক্রেতাদের কাছে ৪৫০ থেকে ৪৮০ টাকা দরে বিক্রি করা হয়।

               

সর্বশেষ নিউজ