২৪, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

গজারিয়ায় মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে দুই জেলে আটক

গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মহসিন(২৮) ও শাহালম (৪৫) নামে দুই জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় এক লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামী মহসিন’কে-৩ মাসের কারাদণ্ড এবং শাহালম’কে ৫হাজার টাকা অর্থদণ্ড
প্রদান করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার জানান,
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ’ সংরক্ষণে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অভিযানকারী স্পিডবোট দেখে বিপদজনক ভাবে পলায়নরত অবস্থায় দু’জেলেকে আটক করা হয়। জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। পরে এসব মাছ স্থানীয় দরিদ্র ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় দরিদ্র ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে সহায়তা করেছেন
গজারিয়া উপজেলা মৎস্য অফিসার ইকবাল হোসেন, গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা সহ
কোস্টগার্ড গজারিয়া স্টেশনের এর সদস্যেরা।

               

সর্বশেষ নিউজ