২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

মাদক নির্মূলে কঠোর হুশিয়ারি গজারিয়া থানার নবাগত ওসির

জুয়েল দেওয়ান:
মুন্সীগঞ্জের গজারিয়া থানায় নতুন যোগদান করা অফিসার্স ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেছেন,
মাদক সামাজিক অস্থিরতার একটি বড় কারণ। মাদক নির্মূলে যতটুকু কঠোর হওয়া দরকার তাই তিনি করতে চান। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে ওসির নিজস্ব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

তিনি মাদক বিক্রেতাদের কড়া হুশিয়ারি দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে গজারিয়া থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।জিরো টলারেন্সে কাজ করছি আমরা। এ ব্যাপারে কোনও ছাড় নাই। যে কোনও প্রয়োজনে বা যে কোনো তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

               

সর্বশেষ নিউজ