মোহন মোড়ল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে সড়ক নিরাপত্তা কমিটির সভা হয়েছে। যানজট নিসনে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রীনগর সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী হারুন অর রশিদ, শ্রীনগর থানার ওসি (তদন্ত) আজাদ রহমান, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খান, রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, হাঁসাড়া হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম, বিভিন্ন স্কুলের শিক্ষক, মালিক সমিতির নেতাসহ কমিটির সদস্য বৃন্দ।
সভায় আগামী ৭ দিনের মধ্যে ছনবাড়ি ফ্লাইওভারের নীচ থেকে বাস স্ট্যান্ড অপসারণের জন্য নোটিশ প্রদান, অটোরিক্সা মালিকদের সাথে স্বস্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সভা, মাইকিং, শ্রীনগর ব্রিজের ওপর ফুটপাত থেকে দোকান সরানোসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।