২৪, অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার
     

শ্রীনগরে ৮ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা, ইলিশ জব্দ

মোহন মোড়ল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৮ মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার পদ্মা নদীর তীরবর্তী ভাগ্যকুল ও বাঘড়া চর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্্েরট লিখন বনিক।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, শ্রীনগর থানার এসআই শরীফুল ইসলাম শরীফ, মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী মৎস্য অফিসার আজিজুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্য বৃন্দ।

মৎস্য অফিসার সমীর কুমার বসাক বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরা ও বহণ করার অপরাধে ৮ ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়। জব্দকৃত ৬০ কেজি ইলিশ সরকারি শিশু পরিবার ও দুটি মাদ্রাসার এতিম খানায় বিতরণ করা হয়। উপজেলায় অভিযান অব্যাহত থাকবে।

               

সর্বশেষ নিউজ