২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

শ্রীপুর প্রেসক্লাবের কমিটি গঠন ড. মুসাফির নজরুল সভাপতি, নাসির সাধারণ সম্পাদক

মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রীপুর প্রেসক্লাব ভবনে ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটি গঠিত হয়। শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

নব-নির্বাচিত কমিটির সভাপতি হলেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকা ও অনলাইন পোর্টাল ক্রাইম ভিশনের মাগুরা জেলা প্রতিনিধি ড. মুসাফির নজরুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্ত ও লোকসমাজ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি মো. নাসিরুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু (দৈনিক ইত্তেফাক), যুগ্ম-সাধারণ সম্পাদক খান আবু হাসান (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (দৈনিক জনবাণী), অর্থ-সম্পাদক জিয়াউর রহমান (দৈনিক আমার সংবাদ), দপ্তর সম্পাদক মো. মহসিন মোল্যা (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), প্রচার-প্রকাশনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. রেজা সিদ্দিকী ডিকন (দৈনিক তৃতীয় মাত্রা), কার্যনির্বাহী সদস্য মো. আয়ুব হোসেন খাঁন (দৈনিক প্রতিদিনের সংবাদ), কার্যনির্বাহী সদস্য মো. মুজাহিদ শেখ (দৈনিক জাতীয় অর্থনীতি)।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

               

সর্বশেষ নিউজ