ফারুক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় প্রেসক্লাবের কমিটি বিলিপ্ত – ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় রুহিয়া ডিগ্রী কলেজ হল রুমে প্রেসক্লাবের সভাপতি মো: আমিনুল হকের সভাপতিত্বে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভায় রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জাহাংগীর আলম (সহ:অধ্যাপক) গত ২ বছরের হিসাব-নিকাশ পেশ করেন। সাধারন আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রুহিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মকবুল হোসেন, রুহিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: আব্দুল হক। এ সময় পয়েন্ট আকারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাংবাদিক মজহারুল ইসলাম বাদল, মো: গোলাম মোস্তফা (সহ:অধ্যাপক), মো: আপেল মাহমুদ, মো: আলমগীর হোসেন, মো: ফারক হোসেন, আলহাজ্ব মো: ইব্রাহিম জামান, মো: কাওসার হোসেন, মো: আহসান হাবিব রুবেল, মো: মাসুদ, মো: রুবেল ইসলাম, মো: রমজান আলী প্রমুখ।
সাধারন সভা শেষে রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মো: আমিনুল হক প্রেসক্লাবের কমিটি ভেংগে দেন। সকলের সম্মতিতে মো: গোলাম মোস্তফাকে আহবায়ক, আলহাজ্ব মো: ইব্রাহিম জামান ও মো: মাসুদকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটি আগামী ২ মাসের মধ্যে সদস্যদের ভোটার তালিকা হালনাগাদ করে ইলেকশন/সিলেকশন/সমঝোতা (গঠনতন্ত্র মোতাবেক) যে প্রক্তিয়ায় হোক একটি নতুন কমিটি গঠন করবে।