জুয়েল দেওয়ান-
ভাগ বাটোয়ারার টাকা নিয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত ৪২ মামলার আসামী কুখ্যাত নৌ-ডাকাত উজ্জ্বল খালাসী ওরফে বাবলা(৪২) মরদেহ জানাযা ছাড়াই মাটি চাপা দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পার্শবর্তী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের
উজ্জ্বল খালাসী ওরফে বাবলার
বাবার বাড়ি।
গেল বৃহস্পতিবার রাতের আধারে
মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের কবরস্থানে মাটিচাপা দেয়া হয়। এর আগে ২২ অক্টোবর (মঙ্গলবার) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর গ্রামে রহিম বাদশার দ্বিতীয় তলা ভবনের একটি রুমে
ভাগ বাটোয়ারার টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে বাবলা নিহত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত নৌ-ডাকাত উজ্জ্বল খালাসী ওরফে বাবলা’র লাশ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার মোহনপুর তার নিজ গ্রামে নিয়ে আসলে জানাযা নামাজ পড়াতে এবং দাফন করতে বাঁধা দেয় গ্রামবাসী। পরবর্তীতে অল্প কিছু মানুষ তারা গ্রামবাসীর অজান্তে পার্শ্ববর্তী গ্রাম দশানী কবরস্থানে বাবলার লাশ মাটি চাপা দেয়।
মোহনপুর গ্রামবাসী জানান,
আলোচিত চিহ্নিত নৌ-ডাকাত উজ্জ্বল খালাসী ওরফে বাবলার মৃত্যুর খবরে যেমন হাসি ফুটেছিল গজারিয়া উপজেলার মানুষের মুখে, তেমনি হাসি ফুটেছিল তার নিজ উপজেলাবাসীর মুখেও। বাবলার মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পরপরই মোহনপুর গ্রামের
সচেতন মহল তার মরদেহ দাফন না করতে দেয়ায় প্রতিজ্ঞাবদ্ধ হয়।
বাবলার ঘৃণিত কর্মকাণ্ডের কারণে গ্রামের বাড়ির কেউই বাবলাকে আত্মীয় পরিচয় দিতেও চাচ্ছেন না বলে জানান তারা।
এদিকে নৌ-ডাকাত বাবলা
প্রতিপক্ষের গুলিতে নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যেমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে,প্রাণের উপজেলা মতলব উত্তর পবিত্র মাটিতে এই পাপীর দাফন করা কোনো অবস্থাতেই সমীচীন নয়।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বলেন,মঙ্গলবার ঘটনার স্থল থেকে ১৪ জনকে আটক এবং
দুটি স্পিড বোট ও ২০ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে ভাগ বাটোয়ারার টাকা নিয়ে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে। বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন বলে জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের বাচ্চু খালাসী ছেলে কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলা। তার বিরুদ্ধে মতলব উত্তর, দাউদকান্দি, গজারিয়া, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা, ডাকাতি ও নদীতে অবৈধ বালু উত্তোলন সহ ৪২টি মামলা রয়েছে।