২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

শ্রীনগরে সরকারি সড়কের গাছ কর্তন

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাড়ৈখালী-শিবরামপুর সড়কের গাছ কর্তন করা হচ্ছে। ববুধবার বিকালের দিকে সড়কটির শিবরামপুর জামে মসজিদ সংলগ্ন আকবর ডেকোরেটর পাশে বড় সাইজের ১টি রেন্ট্রি (কড়ই) গাছ ও ১টি মেহগনি গাছের ডালপালা কাটার দৃশ্য চোথে পড়েছে। কর্তনকৃত গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
স্থানীয়রা জানায়, ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে আলী আক্কাস শেখ গাছ দুটি বিক্রি করেছেন। এ সময় তাজুল ইসলাম ও আকবর নামে দুই ব্যক্তি বলেন, স্থানীয় কাঠ/গাছ ব্যবসায়ী মো. সাইদুরের কথায় গাছ কেটে দেওয়ার চুক্তি নিয়েছেন তারা। এ ব্যাপরে জানতে অভিযুক্ত আলী আক্কাস শেখের সাথে কথা বলতে চাইলে তার স্ত্রী জানান, তিনি এখন বাড়িতে নেই। সড়কের গাছ কাটার কোন ছাড়পত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সঠিক কিছু জানাতে পারেননি। তার স্বামীর মোবাইল ফোন নম্বর চাইলে তিনি দিতে রাজি হননি।

এ বিষয়ে গাছ ব্যবসায়ী মো. সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি গাছ আলী আক্কাসের কাছ থেকে কিনে নিয়েছি। গাছগুলো সরকারি রাস্তার গাছ কিনা আমি জানিনা। কত টাকার বিনিময় গাছ ক্রয় করা হয়েছে জানতে চাইলে কিছু না বলে এড়িয়ে যান। উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন খান জানান, বিষয়টি আমার জানা নেই। মুন্সীগঞ্জে কাজে আছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

               

সর্বশেষ নিউজ