২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

শ্রীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্ত¡রে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, কৃষি ও সম্প্রসারণ অফিসার, উপ-কৃষি অফিসার ও উপকারভোগী কৃষক সদস্য বৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদণা কর্মসূচির আওতায় রবি-শস্য ২০২৪-২০২৫ মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭০০ জনকে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়। এছাড়া ৯৩০ জনকে গম, ভুট্রা, মসুর, খেসারী, পেঁয়াজ, চিনাবাদাম, সূর্যমুখী চাষের জন্য বীজ ও প্রয়োজনীয় সার সহায়তা দেওয়া হচ্ছে।

               

সর্বশেষ নিউজ