২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ফারুক হোসেন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদরের ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলার কার্যকরী কমিটির সভা হয়েছে। মেলা কমিটির সভাপতি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে রুহিয়া প্রগতি সংঘ চত্বরে ২০২৪ কার্যকরী কমিটির প্রথম সভা হয়।

সভার শুরুতে ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলার সাধারন সম্পাদক মো: সহিদুল হক গত মিটিংয়ে যে সকল বিষয়ে আলোচনা হয় তা উপস্থাপন করেন এবং আজকের এজেন্ডা উল্লেখ করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও মেলা কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, রুহিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সিনিয়র সহ-সভাপতি আবুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল হক, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক রশিদুল হক, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম, রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দিন, সাংবাদিক আপেল মাহমুদ প্রমখ। এ সময় মেলার কার্যকরী কমিটির সদস্যগন, বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলাকে সুন্দর এবং সফল করার লক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা গ্রহন করার জন্য মেলার সভাপতির নিকট উপস্থাপন করেন বক্তাগন।

               

সর্বশেষ নিউজ