৩, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

উপদেষ্টার দায়িত্ব গ্রহণের প্রস্তাব পেলেন মোস্তফা সরয়ার ফারুকী!

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ডাক পেয়েছেন নতুন পাঁচজন। রোববার (১০ নভেম্বর) ড. সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শোনা যাচ্ছে নতুন পাঁচজনের যেই তালিকা করা হয়েছে সেই তালিকায় আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নামও।

বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তার নিকটজনের কাছ থেকেই। তিনি জানান, প্রধান উপদেষ্টার দফতর থেকে ফারুকীকে ফোন করা হয়েছিল। তিনি প্রাথমিক প্রস্তাব পেয়েছেন। তবে, ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের সম্মতি জানিয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া, ব্যবসায়ী শেখ বশির উদ্দিনও উপদেষ্টা হচ্ছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে, প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সোচ্চার তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন এই নির্মাতা।

প্রসঙ্গত, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন রয়েছেন। এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন উপদেষ্টারা শপথ নিলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টাদের দফতর কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

               

সর্বশেষ নিউজ