৩, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মো. জাহাঙ্গীর (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকালের দিকে শ্রীনগর সদর এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। জাহাঙ্গীর কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে স্ত্রী নিয়ে শ্রীনগর সদর এলাকার রমজান টাওয়ারের পাশে আব্দুর রহমানের বাসায় ভাড়া থাকতো।

আব্দুর রহমান জানান, ঘরের জানালা দিয়ে দেখতে পান বসতঘরের সিলিং ফ্যানে সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় জাহাঙ্গীরের দেহ ঝুলে আছে। পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করেন। স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে জাহাঙ্গীর আত্মহত্যা করে থাকতে পারে।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এএসআই মো. আজিজ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

               

সর্বশেষ নিউজ