২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

শরীয়তপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ১৭ জন আটক, ২০ লক্ষ টাকা জরিমানা

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি : ॥ শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুরেশ^র এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি বাল্কহেড জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় আটক করা হয় ১৭ জনকে। পরে বুধবার মোবাইকোর্ট পরিচালনা করে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ পারভেজ ৪টি বাল্কহেডকে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা করে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারে ওই এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিত্বে নড়িয়া থানার পুলিশ ও নৌ-পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, সহকারী কমিশনার ভূমি মোঃ পারভেজ, অফিসার ইনচার্জ মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লার যৌথ একটি দল পদ্মা নদিতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে আজ ভোর ৫টা পর্যন্ত শুরেশ্বর এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করা হয়। জব্দ করা হয় আল আরাফ, আল কাফ-৩, মোতালেব, এমবি জামান। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা করে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে জব্দকৃত বাল্কহেড গুলি নিলামে বিক্রি করে জরিমানার টাকা আদায় করা হবে বলে জানান তিনি।

আটককৃতরা হলেন, মো: রফিকুল ইসলাস(৪৮), মো: আলতাফ হোসেন( ৩৬), মো: ওমর ফারুক (২২), মো: মকবুল হোসেন(৬০), মো: ওলি(২৫), তোতা মিয়া(৫২), ইমরান(৪২), রানা(১৮), মাসুদ(১৮), নুরে আলম(৪২), সালাম শিকদার(২২), আবু বক্কর সিদ্দিক(২৮), সাব্বির(২১), শাহাবুদ্দিন(৫০), সোবাহান মিয়া(৫৫), জাহিদহোসেন(৩৯), আবুল কালাম(৫৩)।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি মোঃ পারভেজ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃতে নড়িয়া থানা সহ রাত ১০ টা থেকে ভোর৬ টা পর্যন্ত পদ্মা নদিতে অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা ৪টি বাল্কহেড থেকে বালি আহরনের সময় ১৭ জনকে আটক করি। নড়িয়ার বেড়িবাধ রক্ষার জন্য অবৈধভাবে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

               

সর্বশেষ নিউজ