২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

শ্রীনগরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এএইচ খান টাওয়ারে অবস্থিত ট্যুরিস্ট পুলিশ কার্যালয় (মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন) চত্ত¡রে এই মহড়া অনুষ্ঠিত হয়।

জনসচেতনতামূলক অগ্নি নির্বাপণ মহড়া পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন ট্যুরিস্ট পুলিশ অফিসার বৃন্দ, ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী গণ।

               

সর্বশেষ নিউজ