নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেন, আমরা একতরফা গায়ের জোরের নির্বাচন চাইনা। এর আগে একতরফা নির্বাচন দেশে ১২টা বাজিয়েছে একটি সরকার। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনাররা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় প্রত্যাশা পূরণে আমরা কাজ করবো। সর্বশক্তি দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবো। আমার জীবনে কোন ব্যর্থতা নেই। চ্যালেঞ্জ মোকাবেলা করে অনেক কঠিন কাজ করেছি কোন ব্যর্থতা নেই। মানুষ এখন ভোটের নাম নাক ছিটকায়। কারণ তারা ভোটে দিতে পারেনি। আপনারা লিখেছেন। এখানে ভোটারদের আগ্রহ বাড়াতে বা খাস নিয়তে যে কাজ সেটা জানাতে আপনাদের সহযোগিতা লাগবে। আমরা খারাপ কাজ থেকে বিরত থাকবো। কিন্তু ভালো কাজগুলো মানুষের সামনে তুলে ধরবেন। ফলে আমরা উৎসাহিত হবো, কাজের প্রতি আগ্রহ বাড়বে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীনকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম-সচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।