৪, ডিসেম্বর, ২০২৪, বুধবার
     

শ্রীনগরে রমজান মুন্সীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে সিংগাপুর প্রবাসী রমজান মুন্সীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। এ সময় শতশত নারী-পুরুষ ও শিশু হত্যাকারীদের দ্রæত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

স্বজনদের অভিযোগ দেউলভোগে রমজান মুন্সীর ক্রয়কৃত জায়গায় ভবণ নির্মাণের প্রস্তুতি নিলে পার্শ্ববর্তী প্লটের মালিক মুক্তার মাঝির পুত্র ইভান বাঁধা দেয়। এনিয়ে বিরোধ চলে আসছিল। রমজান মুন্সী বাড়ি থেকে গত ২৫ নভেম্বর বের হয়ে নিখোঁজ হয়। তার ৩দিন পর লাশ উদ্ধার হয়।

উল্লেখ, গত বুধবার বেলা ১১ টার দিকে সিংগাপুর প্রবাসী দুই সন্তানের জনক উপজেলার গাদিঘাট এলাকার মো. রমজান মুন্সীর হা-পা বাঁধা বস্তাবন্দি লাশ দেউলভোগ খাল থেকে উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। রমজান মুন্সী শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামের সিরাজুল ইসলাম খোকা মুন্সীর পুত্র।

               

সর্বশেষ নিউজ