মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতা ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কামারগাঁও কাজী ইফাজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে এই কর্মশাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পুর্ব এশিয়া আঞ্চলের সাবেক উপদেষ্টা প্রফেসর ডাঃ মোজাহেরুল হক।
কাজী ইফাজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুরাইয়া মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ও সহযোগী অধ্যাপক ডাঃ আলী নাফিসা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু জাফর, কামারগাঁও আইডিয়াল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর খান, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেন। এ সময় অর্ধ শতাধিক নারীকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।