২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীনগর প্রেস ক্লাবের আলোচনা সভা

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীনগর প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ২ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিবন্ধি শিশু চিকিৎসা সহায়তাকারী বব ভাই, লেখক মুজিব রহমান, সাংবাদিক শাজাহান খান, মোহন মোড়ল, মীর রাতুল, উজ্জ্বল দত্ত, আব্দুর রকিব, হামিদুল ইসলাম লিংকন, শফিকুল ইসলাম তাপস, মেহেদী হাসান শাহবাৎ, মনীরুল ইসলাম, নাজমুল খান সুজন, আমিনুল ইসলাম মাসুম, নাহিদ হাসান, আজিজুল ইসলাম রনি, সাইফুল ইসলাম শিপু, খান রাজু আহমেদ, তাইজুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

এর আগে সকালে শ্রীনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে সকল বীর শহিদদের শ্রদ্ধা জানাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

               

সর্বশেষ নিউজ