২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

শ্রীনগরের বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি গ্রেপ্তার

মোহন মোড়লঃ শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মামুন মাদবর (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাকে বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, মামুন মাদবর ওই এলাকার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে সালিশ বানিজ্য সহ নানা রকম অপকর্মের সাথে জড়িত। কামারগাও,কাঠালবাড়ি,বৈচারপাড়,কাঠিয়া পাড়া সহ বেশ কয়েকটি গ্রামে মদবর উপাধি ব্যবহার করে নানা রকম অপকর্ম লিড দিয়ে আসছিল। স্থানীয়রা অত্যাচারের শিকার হলেও তার ভয়ে ওই এলাকায় কেউ মুখ খুলতে সাহস পেত না।

পুলিশ জানায়, এর আগে তাকে ধরার জন্য একাধিকবার অভিযান চালানো হলেও তাকে ধরা যাচ্ছিল না। বুধবার রাতে সে পুলিশের চোখকে ফাঁকি দিতে পারেনি।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) আজাদ রহমান জানান, মামুন মাদবরকে মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘঠিত হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

               

সর্বশেষ নিউজ