২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

শ্রীনগরে ব্যাটারীর দোকানে দুর্ধর্ষ চুরি

মোহম মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর ডাকবাংলো সুপার মার্কেটের একটি ব্যাটারীর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের কলাপসিবল গেইট ও সাটারের ১০টি তালা ভেঙ্গে চোর দোকানের ভিতর প্রবেশ করে। এ ঘটনায় অটো ও আইপিএস’র প্রায় শতাধিক ব্যাটারী চোরের নিয়ে যায়। চুরিকৃত ব্যাটারীর আনুমানিক বাজার মূল্য ১২-১৩ লাখ টাকা।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে “মেসার্স মো. রাসেল হোসেন ট্রেডার্স” নামক ব্যাটারী বিক্রির দোকানে এই চুরির ঘটনা ঘটে। দোকান মালিক মো. রাসেল বলেন, দোকানের ১২টি তালার মধ্যে ১০টি তালা ভেঙ্গে ও সিসি ক্যামারা ভেঙ্গে চোর দোকানে ঢুকে। ভিতর থেকে নতুন ব্যাটারী ৭০ পিস, পুরাতন ব্যাটারী ২৫ পিসসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চোরেরা ১২ থেকে ১৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার রাতে ভলভো কোম্পানী থেকে নতুন ব্যাটারী দোকানে আনি। তখন পিকআপ চালকের সাথে কথা কাটাকাটি হয়। পরে আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে পার্শ্ববর্তী দোকানদার আমাকে ফোন করে জানান দোকানের তালা ভাঙ্গা। খবর পেয়ে দ্রæত দোকানে আসি। খবর পেয়ে শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর আব্দুল রাজ্জাক আসেন। অপর একটি সূত্র জানায়, চুরির উপদ্রব বেড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে গরু-ছাগল, ব্যাটারী চালিত অটোরিক্সা ও মৎস্যজীবীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার মত ঘটনা শোনতে পাওয়া যাচ্ছে। ক’দিন আগে শ্রীনগর ভূমি অফিস সংলগ্ন টিন বিক্রেতা সিদ্দিকের গরু চুরির ঘটনা ঘটে। বিবন্দী অটোস্ট্যান্ড থেকে অটোর ব্যাটারী চুরির ঘটনা ঘটে।

কুকুটিয়া-বেজগাঁও সড়কের কামারখোলায় কুকুটিয়ার মৎস্যজীবী রমেন দাসের কাছ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। রমেন দাস ও কৃষ্ণ দাস ঘটনার সত্যতা শিকার করেছেন। যদিও এসব ঘটনায় ভুক্তভোগীরা কোন অভিযোগ দায়ের করেননি। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, ব্যাটারীর দোকানে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

               

সর্বশেষ নিউজ