২৬, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর অনুমান ১ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ এলাকায় অভিযান চালায় সিরাজদিখান থানা পুলিশ। অভিযান কালে বাসাইল ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম যুবরাজকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ গ্রেফতার হওয়ার খবরে মিষ্টি বিতরণ করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার বিকালে ইউনিয়নের রামকৃষ্ণদী ও পাথরঘাটা এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন ইউনিয়নটির বাসিন্দারা।

 

               

সর্বশেষ নিউজ