বিশ্বকাপ থেকেই হারের মধ্যে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে ৫ ম্যাচে অংশ নিয়ে টানা হার দেখে টাইগাররা।
বিশ্বকাপ শেষ করে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় চট্টগ্রামে প্রথম ইনিংসে লিড নিয়েও শেষপর্যন্ত ৮ উইকেটে হেরে যায় টাইগাররা।
শনিবার শুরু হয়েছে ঢাকা টেস্ট। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে মাত্র ২ উইকেট শিকার করতে পেরেছে বাংলাদেশ।
টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার মিরপুরে বলেন, আমি গত ৮ বছরে বাংলাদেশ দলের যতগুলো খেলা দেখেছি, এত বাজে খেলা দেখিনি। হারা-জেতা ব্যাপার না, ক্রিকেটে একটা দল হারবে, একটা দল জিতবে। কিন্তু এমন বাজে পারফরম্যান্স আমি দেখিনি। নিশ্চয়ই কোনো সমস্যা তো আছে। সমস্যাটা তো জানতে হবে। তা না হলে সমাধান দেব কীভাবে?
অবশ্য বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার তাদের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ দল।
পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্স নিয়ে পাপন বলেন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ হারলেও কী লাভ হতো। এই যে পিচ নিয়ে এত সমালোচনা, আমরা পিচ এজন্যই করেছি যে- এই দুইটা সিরিজ জেতার জন্যই আমরা এখন সরাসরি বিশ্বকাপ খেলব। আমরা এটা করেছি-ই সরাসরি বিশ্বকাপ খেলার জন্য। আমাদের আর কোয়ালিফাইং করতে হবে না।