১৬, সেপ্টেম্বর, ২০২৪, সোমবার
     

রিজওয়ানকে বললেন আফ্রিদি, ‘আমি কি তাহলে অবসর নিয়ে নেব?’

পাকিস্তান দলে ফিরেই নিজের জাত চিনিয়েছেন উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান। অসাধারণ ব্যাটিংয়ে রেকর্ডও গড়েছেন কয়েকটি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন।

ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও তার পারফরম্যান্স প্রশংসনীয়।

বাদ রইল শুধু বোলিং। সেটিও নাকি ভালোই জানা রিজওয়ানের! একজন উইকেটকিপার হয়ে রিজওয়ান যেমন বোলিং করতে জানেন, তা দেখে বিস্মিত পাকিস্তান দলের পেসার শাহিন শাহ আফ্রিদি।

বিষয়টিকে প্রকাশে আফ্রিদি বলেই বসলেন, ‘আমি তাহলে অবসর নিয়ে নিই?’

কাউন্টি ক্রিকেটের ডিভিশন দুইয়ে সাসেক্সের হয়ে ডারহামের বিপক্ষে রোববার দুই ওভার বল করেন রিজওয়ান।

রিজওয়ানের হাতে বল তুলে দিয়েছিলেন সাসেক্সের অধিনায়ক টম হেইন্স। কারণ, চার দিনের ম্যাচটি নিশ্চিত ড্রর দিকে এগোচ্ছিল।

ডারহামের দ্বিতীয় ইনিংসে দুই ওভার বোলিং করে মাত্র ৫ রান দিয়েছেন রিজওয়ান। রিজওয়ানের এই কিপটে বোলিংয়ের প্রশংসা করেছে সাসেক্স।

ক্লাবটি তাদের টুইটারে রিজওয়ানের বোলিংয়ের ভিডিও পোস্ট করে লিখেছে, ‘সবই করছে সে।’

সাসেক্সের সেই টুইটে আরো মজা ঢেলে দিলেন শাহীন শাহ আফ্রিদি।

তিনি মন্তব্য করেছেন, ‘রিজ্জি ভাই, আমি কি তাহলে অবসর নিয়ে নেব। আপনি এটা কী করছেন? আমার জন্যও কিছু কাজ রাখেন।’

               

সর্বশেষ নিউজ