২২, সেপ্টেম্বর, ২০২৩, শুক্রবার

ইউক্রেনে অভিযান ‘দ্রুত শেষ’ হতে বাধা দিচ্ছে পশ্চিমারা: রাশিয়া

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বুধবার তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দেওয়া গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে কয়েকজন রুশ জেনারেলকে হত্যা করেছে ইউক্রেন।

নিউইয়র্ক টাইমসের এ দাবির বিষয়ে জিজ্ঞেস করা হয় রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভের কাছে।

পেসকোভ জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ন্যাটো যে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিচ্ছে এটি রাশিয়া জানে।

দিমিত্রি পেসকোভ দাবি করেন, এসব করে ও ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে চলমান এ দ্বন্দ্ব দীর্ঘায়িত করছে পশ্চিমারা। তারা রাশিয়ার বিশেষ সামরিক অভিযান দ্রুত শেষ হতে বাধা দিচ্ছে।

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, আমাদের সেনারা ভালোভাবেই জানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটো এক হয়ে প্রতিনিয়ত ইউক্রেনের কাছে গোয়েন্দা তথ্য ও অন্যান্য জিনিস পাঠাচ্ছে।

এগুলোর সঙ্গে এ দেশগুলো ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে, তাদের এসব কর্মকান্ড দ্রুত অভিযান শেষ হতে দিচ্ছে না।

পেসকোভ হুশিয়ারি দিয়েছেন, রাশিয়া ইউক্রেনে যে লক্ষ্য নিয়ে গেছে, এসব কিছু তাদের সেই লক্ষ্য অর্জন করা থেকে পিছু হটাতে পারবে না।

তাকে জিজ্ঞেস করা হয় রাশিয়া এগুলোর জবাবে কি ব্যবস্থা নেবে?

এমন প্রশ্নের জবাবে পেসকোভ বলেন, এ পরিস্থিতিতে যেসব ব্যবস্থা নেয়া প্রয়োজন সেসব ব্যবস্থা তাদের সেনারা নিচ্ছে।

এদিকে বৃহস্পতিবার খবর বের হয় মারিউপোলের আজভস্টালের ভেতর প্রবেশ করেছে রুশ বাহিনী। সেখানে তারা ব্যাপক ধ্বংসজজ্ঞ চালাচ্ছে।

পেসকোভবে এ বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হয়। তবে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, পুতিন নির্দেশ দিয়েছিলেন আজভস্টালে যেন কোনো হামলা না করা হয়। এখনো সেই নির্দেশনাই মানা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

সর্বশেষ নিউজ