১৬, সেপ্টেম্বর, ২০২৪, সোমবার
     

‘পুতিনের ইউক্রেন অভিযান’ নিয়ে যা বলছে রাশিয়ার সংবাদমাধ্যম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৯ মে রাশিয়ার বিজয় দিবসে ভাষণ দেন। তার সেই ভাষণে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইস্যু।

পুতিন ইউক্রেনে তার চালানো কথিত বিশেষ সামরিক অভিযানকে জার্মান নাৎসীদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে করা সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের সঙ্গে মিলিয়েছেন।

আর প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে নাৎসিদের সঙ্গে মেলানোর পর রাশিয়ার গণমাধ্যমগুলো কি বলছে? এ বিষয়টি জানানোর চেষ্টা করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

রাশিয়ার বিখ্যাত পত্রিকা কোমসোমোলসকায়া প্রাভাডা তাদের খবরে পুতিনের ইউক্রেন অভিযান নিয়ে বলেছে, আমাদের সেনা ও অফিসাররা বিশ্বকে নাৎসীবাদীর হাত থেকে রক্ষা করছে। যেমনটা এক সময় করেছিল আমাদের পূর্ব পুরুষরা।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, ইউক্রেনে রুশ বাহিনী সেসব নাৎসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে, যাদের সহায়তা করছে পশ্চিমারা।

সংবাদমাধ্যমটি তাদের খবরে আরও বলেছে, হিটলারের পূর্ব মিত্ররা এখন ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে। পুরো ইউরোপ হিটলারকে অস্ত্র দিয়েছে যেভাবে এখন জেলেনস্কিকে অস্ত্র দিচ্ছে। জার্মান ফ্যাসিস্টদের জন্য ইউরোপের পুরো অর্থনৈতিক শক্তি কাজ করেছে। আজ তারা ইউক্রেনের নাৎসিদের জন্য কাজ করছে।

এদিকে রাশিয়ার সংবাদমাধ্যমটি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হিটলারের মতো একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। অথচ জেলেনস্কি নিজে একজন ইহুদি।

এর মাধ্যমে ইউক্রেনে চালানো তাদের কথিত অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

রাশিয়ার এ সংবাদমাধ্যমটি তাদের খবরের শেষে বলেছে, পুতিন লম্বা সময়ের জন্য যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছেন। এটি কত লম্বা হবে এ নিয়ে কোনো কিছু গ্রাহ্য করেন না তিনি।

সূত্র: বিবিসি

               

সর্বশেষ নিউজ