ম্যাচ শুরুর পর থেকেই আক্রমন পাল্টা আক্রমনে বেশ উত্তাপ ছড়াচ্ছিল দুই দলের খেলোয়ারেরা। এই ফাইনাল ম্যাচ কে ঘিরে দর্শকদের মাঝে ছিল বাড়তি আগ্রহ। কানায় কানায় ভর্তি ছিল পুরো স্টেডিয়াম। খেলা শুরুর ৪৫ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি কোন দলই। খেলার দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যায় রেঞ্জার্স। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ফ্রাঙ্কফুর্টও। এরপর নির্ধারিত নব্বই মিনিট সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও কেঊ গোল করতে না পারলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে দ্বিতীয়বারের মত ইউরোপা লিগের শিরোপা জিতে নিয়েছে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট।
বুধবার ১৮ (মে) রাতে সেভিয়ায় ইউরোপার লিগের ফাইনালে রেঞ্জার্সের বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে ফ্রাঙ্কফুর্ট। এর আগে নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত ত্রিশ মিনিট ১-১ গোলে সমতায় ছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মত ইউরোপা লিগের শিরোপা জিতল জার্মান ক্লাবটি। এর আগে ১৯৮০ সালে প্রথম শিরোপা জিতেছিল তারা। এতে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়া নিশ্চিত হল ফ্রাঙ্কফুর্টের। আর দ্বিতীয় বার ফাইনালে উঠেও শিরোপা জেতা হলনা রেঞ্জার্সের। এর আগে ২০০৮ সালেও রানার্সাপ হয়েছিল তারা।
ম্যাচের ৫৭ মিনিটে রেঞ্জার্সকে এগিয়ে নিয়েছিলেন আরিবো। ৬৯ মিনিটেই ফ্রাঙ্কফুর্টকে সমতায় ফেরান মাউরি। নির্ধারিত নব্বই মিনিটে কোনো দলই পারেনি ব্যবধান বাড়াতে। ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। সেখানেও কেউ পারেনি গোলের মুখ খেলতে। তবে টাইব্রেকারে বাজিমাত করেছে ফ্রাঙ্কফুর্ট। প্রথম তিন শটেই দুই দল গোল করে। কিন্তু রেঞ্জার্সের চতুর্থ শট গোল করতে ব্যর্থ হন অ্যারোন রামসি। ফ্রাঙ্কফুর্টের হয়ে মাউরি পঞ্চম শট জালে জড়িয়েই শিরোপা জয়ের উল্লাসে মাতে ক্লাবটির খেলোয়াড়, কোচিং স্টাফরা ও সমর্থকরা।