৬, ডিসেম্বর, ২০২৩, বুধবার

‘সেনাবাহিনীর বলির পাঁঠা সংস্কৃতিই রাশিয়ার গলার কাঁটা’

রাশিয়ার সামরিক ও নিরাপত্তা ব্যবস্থায় প্রচলিত গোপনীয়তার প্রবণতা ও বলির পাঁঠার সংস্কৃতিই চলমান ইউক্রেন যুদ্ধে দেশটির ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিয়মিত গোয়েন্দা ব্রিফিংয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ার কয়েকজন শীর্ষ কমান্ডারকে সম্প্রতি ইউক্রেন যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা না রাখার কারণে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে ভাইস অ্যাডমিরাল ইগর ওসিপভ, যিনি ব্ল্যাক সি ফ্লিটের নেতৃত্বে ছিলেন। মস্কভা ডুবে যাওয়ার পর তাকে বরখাস্ত করা হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের আক্রমণে জড়িত অনেক কর্মকর্তা সম্ভবত রাশিয়ার অপারেশনাল বিপত্তির জন্য ব্যক্তিগত দোষ এড়ানোর প্রচেষ্টার কারণে ক্রমবর্ধমানভাবে বিভ্রান্ত হবেন। এটা রাশিয়ার কেন্দ্রীয় কমান্ড মডেলের উপর আরও চাপ সৃষ্টি করতে পারে।

এই পরিস্থিতিতে রাশিয়ার জন্য ইউক্রেনে হারানো অবস্থান পুনরুদ্ধার করা কঠিন হবে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

সর্বশেষ নিউজ