১৬, সেপ্টেম্বর, ২০২৪, সোমবার
     

রুশ আগ্রাসন ঠেকাতে এই দেশেও অস্ত্র পাঠাতে চায় যুক্তরাজ্য

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, মলদোভাকে রাশিয়ার আক্রমণের হুমকি থেকে রক্ষা করতে আধুনিক অস্ত্র পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখতে যুক্তরাজ্য। কাতারভিক্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লিজ ট্রাস টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা কীভাবে নিশ্চিত করব স্থায়ীভাবে নিজেকে রক্ষা করতে সক্ষম এবং কীভাবে আমরা গ্যারান্টি দেব যে এটা ঘটবে? এই মুহুর্তে আমরা এটা নিয়ে কাজ করছি।

ইউক্রেনের দক্ষিণপশ্চিম সীমান্তে অবস্থিত মলদোভা ন্যাটোর সদস্য নয়। লিজ ট্রাস বলেন, মলদোভা যেন ভবিষ্যতে যেকোনো আক্রমণকে প্রতিহত করতে পারে তা নিশ্চিত করার জন্য আলোচনা চলছে।

টেলিগ্রাফকে তিনি বলেন, আমি মলদোভাকে ন্যাটোর মানদণ্ডে প্রস্তুত দেখতে চাই। এটা নিয়ে মিত্রদের সঙ্গে আমাদের আলোচনা চলছে।

তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বৃহত্তর রাশিয়া’ গঠন করতে বদ্ধপরিকর। যদিও তার ইউক্রেন আগ্রাসন তাৎক্ষণিকভাবে সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে

যদি মলদোভাকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে লিজ ট্রাসের পরিকল্পনা গ্রহণ করে ন্যাটো সদস্যগুলো মলদোভাকে আধুনিক রণসরঞ্জাম দেয়, তাহলে সোভিয়েত যুগের অস্ত্রের বদলে এসব অস্ত্র চালানোর জন্য দেশটির সেনাদের প্রশিক্ষণও দেওয়া হতে পারে।

               

সর্বশেষ নিউজ