২১, সেপ্টেম্বর, ২০২৩, বৃহস্পতিবার

এবার ইউক্রেন সীমান্তে নতুন সামরিক কমান্ড মোতায়েন করছে বেলারুশ

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশটির দক্ষিণাঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে নতুন সামরিক কমান্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এক ভিডিও বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে বেলারুশ ইউক্রেনের সঙ্গে দক্ষিণ সীমান্তের কাছাকাছি তিনটি এলাকায় বিশেষ অপারেশনাল সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করেছিল। সে সময় লুকাশেঙ্কো দেশের প্রতিরক্ষা বাড়ানোর জন্য রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রের ভূমিকার কথা বলেছিলেন।

এর আগে চলতি মাসের শুরুতে বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করার জন্য হঠাৎ করে মহড়া শুরু করে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পটভূমিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, এই মহড়া প্রতিবেশী দেশ বা সাধারণভাবে ইউরোপীয় সম্প্রদায়ের জন্য কোনো হুমকির কারণ হবে না।

অবশ্য ইউক্রেনীয় বাহিনীকে দেশেটির দোনবাসের লড়াই থেকে দূরে সরিয়ে রাখতে বেলারুশের সামরিক মহড়াকে রাশিয়া একটি ফাঁদ হিসেবে ব্যবহার করতে পারে বলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সে সময় ইঙ্গিত দিয়েছিল।

প্রসঙ্গত, সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে বেলারুশ।

সর্বশেষ নিউজ