৮, সেপ্টেম্বর, ২০২৪, রোববার
     

ঢাবিতে ফের ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বৃস্পতিবার বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে ছাত্রদলের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।

এদিন সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে রড, স্ট্যাম্প, পাইপ দেখা যায়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা হাইকোর্ট এলাকায় জড়ো হতে থাকেন। বেলা ১২ টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে দোয়েল চত্বর দিয়ে ক্যাম্পাস এলাকায় প্রবেশ করতে চাইলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হন তারা। একপর্যায়ে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা পিছু হটে হাইকোর্টে মধ্যে অবস্থান নেয়।

সংঘর্ষে এসএম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম তারিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি সংগঠনটির নেতাকর্মীদের।

               

সর্বশেষ নিউজ