৪, অক্টোবর, ২০২৩, বুধবার

যুদ্ধে পুতিনের অর্জন নিয়ে বিস্ফোরক তথ্য জানাল যুক্তরাষ্ট্র

ইউক্রেনে তীব্র লড়াই অব্যাহত থাকার পরও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার উদ্দেশ্য পূরণে ‘একেবারে শূন্য’ পেয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র এক মূল্যায়নে বলেছেন। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমাদের মূল্যায়ন হল , রাশিয়ানরা দোনবাসে কিছু ক্রমবর্ধমান অগ্রগতি করে চলেছে। তবে সেটা বড় মাত্রায় নয়। তারা কঠোর ইউক্রেনীয় প্রতিরোধের মুখোমুখি হচ্ছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে বলেও জন কিরবি জানিয়েছেন।

তিনি আরও বলেন, যুদ্ধের ১০০ দিন পার হয়েছে। পুতিন তার কৌশলগত উদ্দেশ্যগুলোতে একেবারে শূন্য অর্জন করেছেন।

এদিকে, পুতিন ইউক্রেনের বিরুদ্ধে দুই দেশের মধ্যকার আলোচনা প্রক্রিয়ায় ‘নাশকতা’ সৃষ্টির অভিযোগ তুলেছেন। শুক্রবার একটি ফোন কলে
অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে ফোনে আলাপকালে পুতিন এই অভিযোগ করেন বলে ক্রেমলিন শুক্রবার জানিয়েছে।

পুতিন নেহামারকে আরও বলেন, রাশিয়া আজভ এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের জন্য ব্যবস্থা নিচ্ছে। ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তিনি যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করার জন্য বারবার চেষ্টা করেছিলেন, কিন্তু রাশিয়া এখনও গুরুতর শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে না।

জেলেনস্কি আরও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলাটা হয়ত অনেকেই পছন্দ করবে না। কিন্তু ইউক্রেনকে বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে পুতিনের সঙ্গেই সরাসরি কথা বলতে হবে।

এ ব্যাপারে ইন্দোনেশিয়ার একটি থিংক ট্যাংকের সঙ্গে জেলেনস্কি বলেন, রাশিয়ার নেতার সঙ্গে কথা বলতে হবে। আমি আপনাকে বলছি না যে আমাদের দেশের জনগণ তার (পুতিন) সঙ্গে কথা বলতে মুখিয়ে আছে। কিন্তু আমাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে যেখানে এখন আমরা আছি।

তিনি আরও বলেন, আমরা এ বৈঠক থেকে কি চাই…আমরা আমাদের জীবনগুলো ফিরে পেতে চাই। আমরা পুনরায় আমাদের একটি সার্বভৌম দেশের জীবন ফিরে পেতে চাই আমাদের নিজেদের দেশে।

সর্বশেষ নিউজ