২১, সেপ্টেম্বর, ২০২৩, বৃহস্পতিবার

‘সেভেরোদোনেৎস্কের অবস্থা খুব খারাপ’

লুহানেস্কের সেভারোদোনেৎস্ক শহরে প্রচন্ড হামলা হচ্ছে বলে জানিয়েছে লুহানেস্ক সেনা প্রশাসন।

তারা জানিয়েছে, সেভেরোদোনেৎস্কের অবস্থা খুব খারাপ এবং শত্রুরা (রুশ সেনারা) হামলা চালিয়েই যাচ্ছে।

অন্যদিকে লুহানেস্কের গভর্নর সেরহি হায়ডে একটি বিবৃতিতে বলেছেন, অঞ্চলে ৬০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তুপের নিচ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানিয়েছেন, মারা যাওয়া দুইজনের মধ্যে একজন বালিকা আছে। তার বাড়িতে রাশিয়ার গোলা আঘাত হানে। সেই হামলায় আরও চারজন আহত হন। তাছাড়া বিমান হামলায় সিনেমা হল এবং ২২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আলাদাভাবে ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস একটি বিবৃতিতে জানায়, রাশিয়া সেভেরোদোনেৎস্কে প্রচন্ড হামলা চালিয়েছে, যেখানে লড়াই চলছে।

এদিকে এখন পর্যন্ত রাশিয়া লুহানেস্কের ৯৫ ভাগ অঞ্চল দখল করেছে। তারা যদি সেভেরোদোনেৎস্কের দখল নিতে পারে তাহলে পুরো লুহানেস্ক তাদের অধীনে চলে আসবে।

এ কারণে শহরটি দখল করার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে রাশিয়া।

সূত্র: সিএনএন

সর্বশেষ নিউজ