বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে চান না মুমিনুল হক। বৃহস্পতিবার বোর্ড সভায় ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নাম। ২২ বছরে বাংলাদেশ পেতে যাচ্ছে দ্বাদশতম টেস্ট অধিনায়ক।
গুঞ্জন রয়েছে, সাকিব আল হাসান আবারো টেস্ট দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। যিনি ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেছেন। তিন বছর আগে মুমিনুল পেয়েছিলেন টেস্ট দলের নেতৃত্ব।
অতীতে যারা বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন-
অধিনায়ক মেয়াদ ম্যাচ জয় হার ড্র
নাঈমুর রহমান ২০০০-২০০১ ৭ ০ ৬ ১
খালেদ মাসুদ ২০০১-২০০৪ ১২ ০ ১২ ০
খালেদ মাহমুদ ২০০৩-২০০৩ ৯ ০ ৯ ০
হাবিবুল বাশার ২০০৪-২০০৭ ১৮ ১ ১৩ ৪
মোহাম্মদ আশরাফুল ২০০৭-২০০৯ ১৩ ০ ১২ ১
মাশরাফি মুর্তজা ২০০৯-২০০৯ ১ ১ ০ ০
সাকিব আল হাসান ২০০৯-২০১৯ ১৪ ৩ ১১ ০
মুশফিকুর রহিম ২০১১-২০১৭ ৩৪ ৭ ১৮ ৯
তামিম ইকবাল ২০১৭-২০১৭ ১ ০ ১ ০
মাহমুউল্লাহ ২০১৮-২০১৯ ৬ ১ ৪ ১
মুমিনুল হক ২০১৯-২০২২ ১৭ ৩ ১২ ২