১৬, সেপ্টেম্বর, ২০২৪, সোমবার
     

নিষেধাজ্ঞা মুক্ত হলেন রেকর্ড গড়া সেই পাকিস্তানি পেসার

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে গত ফেব্রুয়ারিতে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইন।

তার বোলিং অ্যাকশন শুধরে নিতে বলেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অবশেষে নিজেকে শুধরে নিলেন হাসনাইন।

যার সুফল মিলল বৃহস্পতিবার। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন এ পাকিস্তানি পেসার।

বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, বোলিং অ্যাকশন শুধরে নেওয়ায় এখন আন্তর্জাতিক ক্রিকেট এবং বিশ্বজুড়ে ঘরোয়া ক্রিকেটে খেলার ছাড়পত্র পেয়েছেন হাসনাইন।

ক্রিকইনফো জানিয়েছে, গত ২১ মে লাহোরে আইসিসি অনুমোদিত টেস্টিং সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন হাসনাইন। সেই পরীক্ষার ফল পর্যালোচনা করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা। তারা বলেন, বল ডেলিভারির সময় হাসনাইনের কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির ভেতরে ছিল। আগে যেখানে ছিল ১৭-২৪ ডিগ্রি। সেটি এখন ১২-১৩ ডিগ্রির মধ্যে এসেছে। ইতিবাচক মত দেওয়ার পরই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে কথা ওঠে।
সেই সময় সিডনি সিক্সার্সের অধিনায়ক ময়সেস হেনরিকস কটাক্ষ করে বলেছিলেন, ‘ভালো থ্রো করছ!’ পরে আম্পায়ারও তার বোলিং অ্যাকশনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন।

ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, বোলিংয়ের সময় হাসনাইনের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যাচ্ছিল, যা আইসিসির নিয়মের পরিপন্থী। তখনই আইসিসি তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করে।

ক্রিকেটের ময়দানে এসেই দারুণ পারফর্ম দেখিয়ে যাচ্ছিলেন হাসনাইন।

২০১৯ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতির একটি ডেলিভারিতে বিশ্বকে চমকে দেন হাসানাইন। বিগ ব্যাশে অভিষেক ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে নিজের প্রথম ওভারে কোনো রান না দিয়ে ৩ উইকেট নিয়ে গড়েন রেকর্ড। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে নিজের প্রথম ওভারে ৩ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটেও হাসনাইনের রয়েছে দারুণ অর্জন। ২০১৯ সালে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচেই তিনি করেন হ্যাটট্রিক।

এখন পর্যন্ত ১৮টি টি-টোয়েন্টি এবং ৮টি ওয়ানডে খেলেছেন। উইকেট শিকার করেছেন যথাক্রমে ১৭ ও ১২টি।

মাত্র ৮টি ওয়ানডে খেলে একবার ফাইফার ছুঁয়েছেন ২২ বছর বয়সি এই পেসার।

               

সর্বশেষ নিউজ