১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

বন্যার্তদের জন্য ব্যারিস্টার সুমন পেলেন ৯৭ লাখ টাকা

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও খাদ্যসংকটে ভুগছে বানভাসি মানুষ। সরকারি-বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও তা পর্যাপ্ত নয়। ফলে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছে সাধারণ শ্রেণির মানুষও। তাদেরই একজন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দিয়ে অর্থ সংগ্রহ করে আবারও আলোচনায় এসেছেন তিনি। দুইদিনে ব্যারিস্টার সুমন সংগ্রহ করেছেন প্রায় ৯৭ লাখ টাকা। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একদিনে ৭০ লাখ টাকা সংগ্রহ করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় এই মুখ। ভিডিও বার্তায় সুমন বলেন, আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনারা আমাকে এতো বিশ্বাস করেছেন। একজন ব্যক্তিকে বিশ্বাস করে প্রায় ৯৭ লাখ টাকা পাঠিয়েছেন আপনারা। এটা হয়তো কোটি ছাড়াবে। এই বন্যার্তদের সাহায্য এগিয়ে আসায় আপনাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাকে এতো বিশ্বাস করেছেন।

তিনি বলেন, ‘লোকজনের এই আস্থা ও বিশ্বাসে আমার আরো দায়িত্ব বেড়ে গেছে। মানুষ আমাকে এভাবে বিশ্বাস করে তা কল্পনায়ও ছিল না। মানুষের এই বিশ্বাস আমার জীবনের পরম পাওয়া। মানুষের এই বিশ্বাসের প্রতিদান দিতে আমি যথাযথভাবে বন্যার্তদের মাঝে বিতরণ করব। ’

সুমন তার ফুটবল একাডেমির ফুটবল সদস্যদের ত্রাণ বিতরণের ভলান্টিয়ার হিসেবে পাশে পাচ্ছেন। সংগৃহীত অর্থের পুরোটাই বন্যার্তদের সহযোগিতায় ব্যবহার করবেন বলে জানান তিনি। এসময় আরও সহযোগিতা কামনা করেন ব্যারিস্টার সুমন।

               

সর্বশেষ নিউজ