১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

ইউক্রেনের সেনাদের সরে যাওয়ার ‘গোপন কারণ’ জানাল যুক্তরাষ্ট্র

ইউক্রেনের সেনাদের লুহানেস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কমান্ডাররা।

লুহানেস্কের গভর্নর সেরহি হাইদাই বলেছিলেন, রুশ সেনারা ঘিরে ফেলতে পারে সে আশঙ্কা থেকে তাদের সেনাদের পিছিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের সেনারা পিছিয়ে যাচ্ছে না। বরং তারা অবস্থান পরিবর্তন করছে।

এ ব্যাপারে ওই কর্মকর্তা বলেন, ইউক্রেনের সেনারা ‘এমন অবস্থানে যাচ্ছে যেখান থেকে তারা আরও ভালোভাবে নিজেদের রক্ষা করতে পারবে’।

যুক্তরাষ্ট্রের ওই সামরিক কর্মকর্তা আরও বলেন, ইউক্রেনের সেনারা পেশাদার, তারা যেন ভালোভাবে নিজেদের রক্ষা করতে পারে এবং নিজেদের অবস্থান দৃঢ় করতে পারে সেজন্য পিছিয়ে যাচ্ছে।

দোনবাসে রুশ সেনাদের অভিযান ও সাফল্য পাওয়ার বিষয়ে ওই কর্মকর্তা বলেন, রুশ সেনারা অল্প অল্প করে এগুচ্ছে।

তিনি আরও জানান, রুশদের অগ্রগতি খুবই কম তবে ক্রমবর্ধমান।

তবে তিনি এটি স্বীকার করেছেন রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের যে পরিমাণ অঞ্চল দখল করেছে সেটি কম নয়। তাছাড়া ইউক্রেন জন-জীবনের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে সেটিও অনস্বীকার্য।

এই কর্মকর্তা অবশ্য সঙ্গে একটি দাবিও করেছেন। তিনি জানিয়েছেন, পশ্চিমাদের পাঠানো অস্ত্র ধ্বংস করতে পারছে না রাশিয়া।

তবে রাশিয়া প্রায় প্রতিদিনই পশ্চিমা অস্ত্র ধ্বংস করার দাবি করে।

সূত্র: সিএনএন

               

সর্বশেষ নিউজ