শনিবার (২৫ জুন) উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গের কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। আর এ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে তিন চাকার গাড়ির ওপর বানানো হয়েছে কাঠের তৈরি বাহারি রঙের এক নৌকা। সেই নৌকাটিতে গান গেয়ে ও নাচের মাধ্যমে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের পদ্মা সেতুর উদ্বোধন স্থলের আশেপাশে মাতিয়ে রাখছেন ৩০ জন মাঝি মাল্লা।
শুক্রবার (২৪ জুন) বিকালে উদ্বোধন স্থলে গিয়ে দেখা যায়, পদ্মা সেতু উদ্বোধন স্থলে নৌকায় গান গেয়ে মাতিয়ে তুলছেন নৌকার মাঝি মাল্লারা। কেউ বৈঠা বইছেন; কেউবা গান পরিবেশন করছেন। এ সময় দেখতে শতশত লোক ভিড় জমিয়েছেন নৌকাটির আশেপাশে।
নৌকার নেতৃত্ব দেওয়া জালাল উদ্দিন বলেন, আমরা রাজবাড়ীর স্থানীয় এমপি জিল্লুল হাকিমের উদ্যোগে ৩০ জন মাঝিমাল্লা নিয়ে সভাস্থলে এসেছি। এখানে আমরা ৪ দিন ধরে নৌকায় গান গেয়ে ও নাচের মাধ্যমে সভাস্থল মাতিয়ে রাখছি।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মা সেতুর মতো সাহসী উদ্যোগকে স্বাগত জানান। তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
সভাস্থলে চারপাশে হাজার হাজার উৎসুক জনতা বলেন, তারা নৌকায় পদ্মা সেতু নিয়ে বাহারি গান ও নাচের মাধ্যমে মাতিয়ে রাখছেন সভাস্থল। বিনোদন দিচ্ছেন মানুষদের।