মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাঘড়ায় ৩ চোর আটক হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে বাঘড়া ইউনিয়নের পুর্ব বাঘড়া সৌদি প্রবাসী মো. বাবু’র বাড়িতে চুরি করতে গিয়ে একই এলাকার মৃত আবুল হোসেন বেপারীর ছেলে মো. মিরাজ (২৫), আব্দুল হকের ছেলে শান্ত (২২) ও আব্দুর রহিম মোল্লার ছেলে শামীম (২৪) নামে ৩ জনকে আটক করা হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে লোহার গ্রীল ভেঙ্গে বিল্ডিংয়ে প্রবেশ করে চোরের দল।
এ সময় বাড়ির কেয়ার টেকার বারেকের স্ত্রী নিপুনী বেগম শব্দ পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী ৩ চোরকে আটক করে বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সমিউল হক শিপনের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় প্রবাসী মো. বাবুর বড় ভাই মো. রিপন শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, চুরির মামলা দায়ের হয়েছে। আসামীদের মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণের প্রস্তুতি চলছে।