জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসার সময় খাগড়াছড়ি থানাধীন ১ নং পৌর ওয়ার্ড স্বনির্ভর বাজার পুলিশ চেক পোস্টের সামনে পানছড়ি টু খাগড়াছড়ি পাকা রাস্তার উপর থেকে ৯৭৫ পিচ ভারতীয় শাড়ী সহ তিন জনকে আটক করেছেন সদর থানা পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর ২০২২ইং)রাত ৮টার দিকে
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমানের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি সদর থানার উপ-পরির্দশক (এসআই) মো: মামুন ও এ এস আই
মো: সিরাজুল ইসলাম, এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ শাড়ি সহ ৩জন আটক করা হয়।
আটকৃতরা হলেন, বড়ুন চাকমা(২৩),বিকাশ চাকমা(২৩),মোঃ সাইফুল ইসলাম(৩১)।
বড়ুন চাকমা পানছড়ি উপজেলার পূজগান ইউনিয়নের আর্থিক মনুর ছেলে,বিকাশ চাকমা একই ইউনিয়নের পিত্তলার চাকমার ছেলে মো:সাইফুল ইসলাম পানছড়ি ইউনিয়নের দমদম এলাকার মৃত হানিফ এর ছেলে।
আটককৃত বিভিন্ন ব্যান্ডের ৯৭৫ পিচ ভারতীয় শাড়ী মূল্য অনুমান(২০০০*৯৭৫)=১৯,৫০,০০০ (উনিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, সরকারি
কর ফাঁকি দিয়ে আমদানি করার অপরাধে আটক করা হয় তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বিধি মোতাবেক প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।