২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কর্মী সভা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজিউদ্দিন অডিটোরিয়াম মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট ইউনুস আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও রায়পুরা উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও রায়পুরা আসন থেকে নির্বাচিত সংসদ বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হির (বীর প্রতিক) এমপি, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঁইয়া, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহমেদ পার্থ, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম, নরসিংদী শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য লায়লা কানিজ লাকী, রায়পুরা পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মাহবুব আলম শাহীন, পৌর মেয়র মো. জামাল মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আলআমিন ভুইয়া মাসুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক রিমন, সাধারন সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, উপজেলা যুবলীগ সভাপতি মিলন মাস্টার, সাধারন সম্পাদক আলমগীর কবির সরকার, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ভুইয়া তুহিন।

প্রধান অতিথি রাজু (এমপি) বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে সারাদেশে জামাত-বিএনপি’র নৈরাজ্য প্রতিরোধ করতে হবে। তাদের নীল নকশা রাজপথে মোকাবেলা করতে হবে। তারা সরকার উৎখাতের নামে জ্বালাও পোড়ার করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।
তাই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সকলকে মিলে কাজ করার আহবান জানান তিনি। রায়পুরা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা সভায় উপস্থিত হোন। পরে কর্মী সভাটি মেলবন্ধনে পরিণত হয়।

               

সর্বশেষ নিউজ