৪, অক্টোবর, ২০২৪, শুক্রবার
     

সিরাজদিখানে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার নবাগত ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন । ৪ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মুজাহিদুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আমি আপনাদের সহ উপজেলা বাসীর সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন,সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন,উপপরিদর্শক ফয়জুল রহমান,সাবেক সাধারণ সম্পাদক যাবেদুর রহমান জুবায়ের, আরিফ হোসেন হারিছ,মো: মোস্তফা, নাসির উদ্দিন,আব্দুল্লাহ আল মাসুদ,ইসমাইল হোসেন খন্দকার,আজিম হাওলাদার সহ প্রেসক্লাবের সকল সদস্য।

               

সর্বশেষ নিউজ