২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

ইফ‌তেখার আহ‌মেদ চৌধুরী যুগ্মস‌চিব প‌দে প‌দোন্ন‌তি পাওয়ায় বন্ধুমহলের ফু‌লেল শু‌ভেচ্ছা

স্টাফ রিপোর্টার:

২২১ জন উপসচিব ও সমপদমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। গত সোমবার রাতে এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন পদোন্নতির পর যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়াল ৯৪৬–এ।

এর মধ্যে রয়েছে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের প্রধান বর্জ‌্য ব‌্যবস্থাপনা কর্মকর্তা মোঃ ইফ‌তেখার আহ‌মেদ চৌধুরী । তিনি উপ স‌চিব থে‌কে যুগ্মস‌চিব প‌দে প‌দোন্ন‌তি পেয়েছেন ।
৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের প্রধান বর্জ‌্য ব‌্যবস্থাপনা কর্মকর্তা মোঃ ইফ‌তেখার আহ‌মেদ চৌধুরীর অফিসে আমরা ৯২৯৪ বন্ধু মহলের কেন্দ্রীয় আহবায়ক মোহাম্মদ রাসেলের নেতৃত্বে ক্রাইমভিশন সম্পাদক ও আমরা ৯২৯৪ এর আহবায়ক কমিটির উপদেষ্টা মোহাম্মদ মোক্তার হোসেন, মোহাম্মাদ মোকতার হোসেন,মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কার্য্যকরী সদস্য মৌসুমী রহমান,লিপি খান,নাজনীন আক্তার ও শাহাজাদা ভূইয়া ফু‌লেল শু‌ভেচ্ছা জানায় ।

প্রতিক্রিয়ায় মোঃ ইফ‌তেখার আহ‌মেদ চৌধুরী বলেন, সঠিক সময়ে পদোন্নতি দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী্ এবং সংশ্লিষ্ট সিনিয়র স্যারদের প্রতি কৃতজ্ঞতা । সঠিক সময়ে প্রমোশন পেলে কাজের স্প্রীড বাড়ে ।

               

সর্বশেষ নিউজ