১৬, সেপ্টেম্বর, ২০২৪, সোমবার
     

গজারিয়ায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.
মুন্সীগঞ্জের গজারিয়ায় গলায় ফাঁস লাগিয়ে ইশরাত জাহান জুথি (১৭) নামে এক তরুণীর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার সকাল আনুমানিক ৯ টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে উল্লেখিত ওই গ্রামের মালেশিয়া প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

জানা যায়, সোমবার মাথাভাঙ্গা গ্রামে নিজ বাড়িতে ইশরাত জাহান জুথির শয়ন কক্ষে দরজা লাগিয়ে অনেকক্ষণ থাকায় স্বজনরা তাকে ডাকা ডাকি করে। পরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে। তবে কি কারণে আত্মহত্যা করেছে বলতে পারেনি স্বজনরা।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

               

সর্বশেষ নিউজ