৩০, অক্টোবর, ২০২৪, বুধবার
     

চ্যানেল-আই এর ২৫তম বর্ষে ভাইয়া হাউজিং লিঃ এর শু‌ভেচ্ছা

এজি লাভলু:
দে‌শের জন‌প্রিয় টি‌ভি চ‌্যা‌নেল চ‌্যা‌নেল-আই এর ২৫তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌তে বাংলা‌দে‌শের জন‌প্রিয় আবাসন প্রতিষ্ঠান ভাইয়া হাউজিং লিঃ এর পক্ষ থে‌কে শু‌ভেচ্ছা জানা‌নো হয়।

শু‌ভেচ্ছা জানান ভাইয়া হাউজিং লিঃ এর চিফ মা‌র্কেটিং অ‌ফিসার চৌধুরী মাহমুদ আলী।

চৌধুরী মাহমুদ আলী জানান, চ‌্যা‌নেল আই বাংলা‌দে‌শের জন‌প্রিয় এক‌টি টি‌ভি চ‌্যা‌নেল। আমরা সবসময় চ‌্যা‌নেল আই এর সা‌থে আছি এবং ভ‌বিষ‌্যতেও থাক‌বো ইনশাআল্লাহ।

উল্লেখ‌্য, ভাইয়া হাউজিং লিঃ ভাইয়া গ্রু‌প এর এক‌টি অঙ্গপ্রতিষ্ঠান।

               

সর্বশেষ নিউজ